২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকসু নির্বাচন: ভিপি পদে ২৫, জিএস পদে লড়তে চান ২২ জন

চাকসুর বিভিন্ন পদে নির্বাচনের জন্য ৫২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ দিন পর্যন্ত জমা দিয়েছেন ৪২৯ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি পদে প্রার্থী হতে ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। জিএস পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২২ জনের।

এছাড়া এজিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন।

শুক্রবার রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য দিয়েছেন।

বৃহস্পতিবার চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। চাকসুর বিভিন্ন পদে নির্বাচনের জন্য ৫২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ দিন পর্যন্ত জমা দিয়েছেন ৪২৯ জন।

শীর্ষ তিনটি পদ ছাড়া অন্য পদের মধ্যে খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১২, সহ-খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সাম্পাদক পদে ১৫, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, দপ্তর সম্পাদক পদে ১৮, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪, ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন করে, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৪, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে ফরম জমা পড়েছে ৮৪টি।

রোববার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সোমবার প্রাথমিক প্রার্থী তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

প্রায় ৩৫ বছর পর আয়োজিত এবারের চাকসু নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে।

‘দ্রোহ পর্ষদ’ নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন নির্বাচন করবে। এছাড়া ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’সহ মোট নয়টি প্যানেলে নির্বাচনে লড়বে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সর্বশেষ