১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি

চলতি বছরের শারদীয় দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন, ২ অক্টোবর (বৃহস্পতিবার) হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে।

সাধারণত সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়। 

২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজার জন্য দুই দিন ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

গত বছরের ১৭ অক্টোবর ছুটির এই তালিকা অনুমোদন করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে।

সর্বশেষ