১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানকে হারানোর উপায় জানালেন মাহারুফ

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় এশিয়া কাপের সুপার ফোরে ওঠা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ এখন লিটন দাসের দলের বাঁচা-মরার লড়াই। ভেন্যু আবুধাবিতে হওয়ার কারণে বাংলাদেশের কিছুটা সম্ভাবনা দেখছেন ফারভিজ মাহারুফ। তবে এ ম্যাচে আফগানিস্তানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের শক্ত পরীক্ষা দিতে হবে মনে করছেন তিনি।
আবুধাবির উইকেটে পেসারদের জন্য কিছুটা সুবিধা থাকে। তাই এই ভেন্যুতে আফগানদের চাইতে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখছেন মাহারুফ। যদিও ফজলহক ফারুকি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের কাজ কঠিন হবে বলেই বিশ্বাস তার। তবে এখানে পেসারদের বল স্কিড করে বিধায় টাইগারদের টপ অর্ডার ভালো করবে, এমন বিশ্বাস রাখছেন তিনি।
এ বিষয়ে মাহারুফ বলেন, ‘আবুধাবিতে খেলা ম্যাচগুলোর দিকে তাকান, সেখানে পিচটা স্কিড করছে বলে মনে হচ্ছে। স্পিনারদের বলও ব্যাটে স্কিড করে আসছে। তাই এটা হয়তো বাংলাদেশের টপ অর্ডারকে সাহায্য করতে পারে। কারণ দলটির ব্যাটাররা বল ব্যাটে আসার সময় পছন্দ করে। তাই এটাই একমাত্র সুবিধা। কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে যা হয়েছে তা ভুলে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে।’সুবিধার বিপরীতে শঙ্কার কথা জানিয়ে মাহারুফ বলেন, ‘আমার মনে হয় ফজলহক ফারুকি যেভাবে বল সুইং করাচ্ছে, তার বিপরীতে খেলাটাও কঠিন হতে পারে। এর সাথে আজমতউল্লাহ ওমরজাই বলটা সুইং করানোর সুযোগ পেলে সেটা সামলানো কঠিন হবে। বাংলাদেশের শুধু একটা ভালো শুরু দরকার। আপনি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায়শই দুই ওভারে, দুই উইকেট, দুই মেডেন দেখতে পান না। আর এটা প্রতিবার ঘটে না।’

সাম্প্রতিক সময়ে পরে ব্যাটিং করেই বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অপরদিকে আফগানিস্তান জিতেছে আগে ব্যাটিং করে। এ কারণে এই লড়াইয়ের কিছুটা বিশেষত্ব খুঁজে পাচ্ছেন মাহারুফ। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে প্রথমে ব্যাট করে বোর্ডে রান তুলতে দেখতে চাই। কোনো চাপ নেই, শুধু মাঠে গিয়ে উপভোগ করুক। কিন্তু সম্প্রতি তারা রান তাড়া করতে পছন্দ করছে। তারা রান তাড়া করে ম্যাচ জিতছে।’

আফগানিস্তান প্রসঙ্গে সাবেক এ শ্রীলংকান ক্রিকেটার বলেন, ‘আফগানিস্তান প্রতিবারই ব্যাট করতে চায়, শিশির পড়ুক বা না পড়ুক, তারা পরোয়া করে না। কারণ তারা পরে ডিফেন্ড করতে চায়। অন্যদিকে বাংলাদেশ রান তাড়া করতে পছন্দ করে। তাই এখানেই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। আমি শুধু চাই বাংলাদেশ মাঠে নামুক, সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুক।’

শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডারের মতে, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ছয় ওভারই পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আগে ব্যাটিং করা দলের প্রথম ছয় ওভারে নজর রাখতে বলছেন তিনি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘এশিয়া কাপে এখানে আসার আগে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। আমি শুধু আশা করি প্রথম ছয় ওভারে বাংলাদেশ যাই করুক না কেন, তারা খেলার সুরটা বেঁধে দেবে। সেটা তারা ব্যাট করুক বা বল।’

সর্বশেষ