১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সালমানের পারিশ্রমিক কমল ১০০ কোটি রুপি

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান আবারও ফিরছেন ছোটপর্দায়। দেড় দশক ধরে ছোটপর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। রোববার থেকে শুরু হওয়া ‘বিগ বস ১৯’-এ এক ভিন্ন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান। তবে গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। কিন্তু কেন?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারের মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি। তবে তিনি এই শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। ফলে মোট আয় দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি। ‘বিগ বস ১৮’–এর জন্য সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। এমনকি তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।

পারিশ্রমিক কমার কারণ হিসেবে জানা গেছে, পুরো মৌসুমে থাকছেন না সালমান। প্রায় সাড়ে ৩ মাস পর সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। ওই আলোচনার তালিকায় আছে ফারাহ খান ও করণ জোহর। এ দুজন আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন।

মৌসুমের কম সময় শোতে যুক্ত থাকার কারণে কমছে সালমানের পারিশ্রমিক। পুরো মৌসুম সঞ্চালনায় থাকলে তার আয় ২৫০ কোটির কাছাকাছি দাঁড়াত।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামত গেমের গতিপথ ঠিক করবে। এবারের আসরে থাকছে ১৮ প্রতিযোগী, যাদের পরিচয় এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। এ প্রোগ্রাম প্রথমে জি–হটস্টার, পরে সম্প্রচার হবে কালার্স টিভিতে।

এদিকে শুক্রবার থেকে শুটিং শুরু করেছেন ভাইজান। প্রোমোতে দেখা গেছে, নতুন ‘বিগ বস হাউস’-এর ঝলকও।

 

সর্বশেষ