৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

আগামী বছরের জুনের পর আর নির্বাচন পেছাবে না: শফিকুল আলম

বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পর আর যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, “এটা (নির্বাচন) আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০–এর পরে যাবে না”।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে মি. আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাপান সফর ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিকে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনার জন্য সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের এই আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

সর্বশেষ