২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৯ উইকেট হারাল বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: ১৮ ওভারে ১০৩/৯ ( মোস্তাফিজ ১*, রিশাদ ১* ; পারভেজ ০, হৃদয় ৫, সাইফ ১৮, মেহেদী ১১, সোহান ১৬, জাকের ৫, শামীম ৩০, তানজিম ১০, তাসকিন ৪)

২০ ওভারে ১৩৫/৮ (রউফ ৩*, ফাহিম ১৪*; ফারহান ৪, সাইম ০, ফখর ১৩, হুসেইন ৩, সালমান ১৯, শাহীন ১৯, হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫)

শামীমের আউটের পর প্রতিরোধ গড়ার মতো কিছু করতে পারেননি তানজিম, তাসকিনরা। ১৮তম ওভারে হারিস রউফের বলে বিদায় নিয়েছেন দুজনেই। তানজিমের পর তাসকিনও বোল্ড হলে বাংলাদেশ ১০১ রানে হারায় ৯ উইকেট। 

শামীমের বিদায়ে কঠিন হলো পথ

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ভরসা হয়েছিলেন শামীম। কিন্তু ১৬.৫ ওভারে চাপের কাছে তিনিও মাথা নত করলেন। শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। তার ২৫ বলের ইনিংসে ছিল ২টি ছয়। বাংলাদেশ ৯৭ রানে হারিয়েছে সপ্তম উইকেট।  

বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে গেলেন জাকের

৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে আরও বিপদে ফেলে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। ৯ বলে ৫ রানে অবিবেচকের মতো ক্যাচ তুলে ফেরেন তিনি। তার বিদায়ে ৭৩ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের। 

সোহানের বিদায়ে বাড়লো বিপদ

রান বাড়াতে পারছিলেন না সোহান। তাতে বাড়ছিল চাপ। সেই চাপ কাটাতে সাইম আইয়ুবের ১১.৪ ওভারে ক্যাচ তুলে ১৬ রানে কাটা পড়েন তিনি। সোহানের ২১ বলের ইনিংসে ছিল একটি ছয়। ৬৩ রানে পঞ্চম উইকেট পড়াতে বেড়েছে বিপদ।  

টিকলেন না মেহেদীও

দ্রুত উইকেট হারানোতে রানের গতি কমে আসছিল। রান বাড়াতে নওয়াজের অষ্টম ওভারের শেষ বল মেরে খেলতে গিয়ে বিদায় নেন মেহেদী হাসান। তাতে ৪৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী ১০ বলে ফেরেন ১১ রানে। 

পাওয়ার প্লের শেষ ওভারে ফিরলেন সাইফ

অন্যপ্রান্ত নড়বড়ে হলেও ভরসা দিচ্ছিলেন ওপেনার সাইফ হাসান। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে তিনিও টিকলেন না। তাকে ১৮ রানে সাইমের ক্যাচ বানিয়েছেন হারিস রউফ। সাইফের ১৫ বলের ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছয়। বাংলাদেশ ২৯ রানে তিনটি উইকেট হারালেও পাওয়ার প্লেতে তুলেছে ৩৬ রান। 

হৃদয়কে ফেরালেন শাহীন

৪.১ ওভারে রানআউটের সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। কিন্তু পরের বলে আর শেষ রক্ষা হয়নি। ৫ রানে শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে বিদায় নেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ২৩ রানে হারায় দ্বিতীয় উইকেট। গতবারের মতো প্রান্ত আগলে মারকুটে ব্যাটিং করছেন ওপেনার সাইফ হাসান। 

শুরুর ওভারেই ফিরলেন পারভেজ

বাংলাদেশ জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই হারায় ওপেনার পারভেজ হোসেনের উইকেট। শূন্য রানে আফ্রিদির বলে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। বাংলাদেশ ১ রানে হারায় প্রথম উইকেট। 

সর্বশেষ