সূরা ফীল (سورة الفيل) – তাফসীর
সূরা ফীল মক্কায় অবতীর্ণ, এতে মোট ৫টি আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ্ তা’আলা এক ঐতিহাসিক ঘটনার কথা বর্ণনা করেছেন, যা কুরাইশ ও মক্কার জন্য বিশেষ শিক্ষণীয়।
—
আয়াতসমূহ ও সংক্ষিপ্ত অর্থ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (١)
তুমি কি দেখনি, তোমার রব হাতিওয়ালাদের (সেনাদের) সাথে কেমন আচরণ করেছিলেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (٢)
তিনি কি তাদের ষড়যন্ত্রকে ভ্রান্ত করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (٣)
তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ (٤)
যারা তাদের উপর নিক্ষেপ করছিল পাথরকণা, পোড়া মাটির তৈরি।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ (٥)
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত শস্যপাতার মতো।
—
ঘটনার পটভূমি
ইয়েমেনের খ্রিস্টান শাসক আবরাহা এক বিশাল সেনা ও যুদ্ধহাতি নিয়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে মক্কার দিকে অগ্রসর হয়। তার মূল উদ্দেশ্য ছিল—মানুষকে কাবা শরীফ থেকে ফেরানো এবং ইয়েমেনের চার্চে আকৃষ্ট করা।
কিন্তু আল্লাহ্র কুদরতে—যখন তারা মক্কার নিকটে আসে, তখন আল্লাহ আকাশ থেকে অব্যবিল (ঝাঁকে ঝাঁকে) পাখি প্রেরণ করেন। প্রতিটি পাখির সাথে ছোট ছোট পাথর ছিল, যা নিক্ষেপে সেনাদের শরীরে আঘাত করে, তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে যায়।
—
তাফসীরের শিক্ষা
1. আল্লাহর ঘর (কাবা) তিনি নিজেই রক্ষা করেন।
2. মানুষের বড় শক্তি ও পরিকল্পনা আল্লাহর ইচ্ছার কাছে কিছুই নয়।
3. আল্লাহ যাকে চান, ক্ষুদ্র জিনিস দিয়েই ধ্বংস করতে পারেন—যেমন ছোট পাখি ও কঙ্কর দিয়ে বিশাল বাহিনী ধ্বংস।
4. এই ঘটনা ছিল কুরাইশদের জন্য সতর্কবার্তা, যাতে তারা বুঝতে পারে কাবার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে কত মহান।