২০১৯ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের নায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। যদিও মিথিলার এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়ে হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসানের সঙ্গে। তবে দ্বিতীয়বার সৃজিতের সঙ্গে সংসার বাঁধলেও বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। আসলে মিথিলা আর সৃজিতকে সম্প্রতি একসঙ্গে দেখেননি দর্শকরা। তবে এই সব কিছুর মাঝে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমের ফের মিথিলাকে নিয়ে পোস্ট করে সবাইকে চমকে দেন সৃজিত। খবর হিন্দুস্তান টাইমসের।
নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তবে একটু খোলসা করে বলা যাক। মঙ্গলবার মিথিলা একটি পোস্ট শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। সেখানে নায়িকা জানান, তিনি পিএচডিতে সফল। এবার তিনি আর শুধু রাফিয়াত রশিদ মিথিলা নন, বরং ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।
ছবিগুলি পোস্ট করে নায়িকা লেখেন, ‘জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে শেষ করতে পেরেছি। আজ আমি খুবই আবেগপ্রবণ এবং গর্বিত! এ মুহূর্তের মধ্যে দিয়ে আমার পাঁচ বছরের একটা জার্নি শেষ হল। আমার জন্য, ‘অল্প পথ’ বেছে নেওয়ার অর্থ হল ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় এবং পারিবারিক দায়িত্বের সঙ্গে তাল মিলিয়ে এ ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা। এ অভিজ্ঞতা আমার জন্য চূড়ান্ত মাস্টারক্লাস হয়ে উঠেছিল। যা আমাকে আমি কী সামলাতে পারি তার প্রকৃত গভীরতা শিখিয়েছে। আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পাশে ছিলেন বলে আমি এগিয়ে যাওয়ার জ্বালানি পেয়েছি।’
নায়িকা আরও লেখেন, ‘আজ থেকে, আমি আনুষ্ঠানিক ভাবে এবং গর্বের সঙ্গে আমার নামের সঙ্গে ‘ডক্টর’ উপাধি যোগ করতে পারব। একটা উপাধি যা অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।’ আর তার করা এ পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আয়রা বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন পরিচালক।
২০০৬ সালে বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খানকে বিয়ে করেন মিথিলা। সেই সময় পড়শি দেশের ড্রিম কাপল ছিল মিথিলা ও তাহসানের জুটি। ২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয়েছিল আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে এসে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তাহসান-মিথিলা। তবে তারা আলাদা হয়ে গেলেও, যৌথভাবে নিয়েছেন সন্তানের দায়িত্ব।