১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভুল পাসপোর্ট নিয়ে জেদ্দা পৌঁছে বিড়ম্বনায় বিমানের পাইলট

ভুল করে মায়ের পাস পাসপোর্ট নিয়ে উড়োজাহাজ চালিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিপাকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট।

মঙ্গলবার রাতে বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশনে তার পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

পাসপোর্ট না থাকায় ক্যাপ্টেন মুনতাসিরকে সেখানকার কর্মকর্তারা আটকে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার সকালে জেদ্দায় বিমানের কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এরপর সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে তার পাসপোর্ট জেদ্দা পাঠানোর ব্যবস্থা করে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “পাইলট মুনতাসির ভুল করে নিজের পরিবর্তে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে।

“পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোটেলে অবস্থান করছেন।”

সর্বশেষ