২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে বিভিন্ন সময়ে আটক হয়ে সাজা ভোগ শেষে ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের নিকট সোপর্দ করে। কিশোর-কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ কর্মকর্তা, বাংলাদেশের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), চেকপোস্ট ইমিগ্রেশন, বিজিবি কর্মকর্তা এবং কিশোর-কিশোরীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে, কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তাদের নাগরিকত্ব যাচাই করে ভারত সরকারের কাছ থেকে দেশে প্রত্যাবাসনের জন্য অনাপত্তি সনদ গ্রহণ করে।

দেশে ফেরত আসা কিশোর-কিশোরীদের মধ্যে রয়েছেন, গাজীপুরের ফলকা গ্রামের দেলোয়ার হোসাইনের মেয়ে দীপা মনি (১৫), চাঁপাইনবাবগঞ্জের আলিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মুইন খান (১৩), হবিগঞ্জের দাকসিন গ্রামের মাহবুব আলমের ছেলে মো. নুরু আলম (১৫), গোপালগঞ্জের কালিকাবাড়ি গ্রামের দিলীপ কুমার মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (১৫), কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামের ইউসুফ শেখের ছেলে ইমরান শেখ (১৭), লক্ষ্মীপুরের পশ্চিম লক্ষীপুর গ্রামের ইউসুফের ছেলে মেহেদী হাসান (১৭), খুলনার দক্ষিণ টাপুরা গ্রামের ইয়াসিন মোড়লের ছেলে নাহিত মোড়ল (১৯), নড়াইলের নওগ্রাম গ্রামের গিয়াস শেখের ছেলে মো. ফয়সাল শেখ (১৩), বাগেরহাটের রাজাপুর গ্রামের বেলাল হালদারের ছেলে মো. রানা (১৭), লালমনিরহাটের শেখ হাট গ্রামের মৃণাল নাথ রায়ের মেয়ে মালিকা রানী (১৭), কিশোরগঞ্জের জয়শিয়ালী গ্রামের কামাল উদ্দিনের মেয়ে শামীমা আক্তার (১৪), রাঙ্গামাটির চম্পা কাঙ্গড় গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সারা জান্নাত (১৮), লক্ষ্মীপুরের পশ্চিম লক্ষীপুর গ্রামের ইউসুফের মেয়ে ইমু খাতুন (১৪), পাবনার চন্দ্রপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মিথিলা রহমান (১৭)  বাগেরহাটের নলবনিয়া গ্রামের মন্টু জমাদ্দারের ছেলে সাইম জমাদ্দার (১০), নওগাঁর মনপুর গ্রামের সাম্যু সরদারের ছেলে কমল সরদার (২১) ও পাবনার বাথুমিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে নুরজাহান খাতুন (১৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কিশোর-কিশোরীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

সর্বশেষ