বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং অন্যান্য বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল কুয়েতে একটি বাণিজ্য সভায় যোগ দিয়েছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও যোগ দেন প্রতিনিধি দলটি।
সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা কুয়েতে তাদের দীর্ঘদিনের ব্যবসা পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশি বিভিন্ন সেবা ও পণ্যের নতুন সম্ভাবনা তুলে ধরেন।
এ ছাড়া, তারা বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা সফররত বাণিজ্য প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন। প্রতিনিধিদলের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থাপিত বিভিন্ন সমস্যাসমূহ লিপিবদ্ধ করেন এবং তা সমাধানের জন্য ঢাকায় যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন মর্মে আশ্বাস দেন।