২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পিআর ব্যবস্থা চালু হবে কি না তা ঠিক করবে জনগণ: সালাহউদ্দিন

(জামায়াত) এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে- সরকারি দল হবেন; তাহলে নির্বাচনে আসেন না কেন?” বলেন তিনি।

পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা চালু হবে কি না তা জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “আলোচনার টেবিল এবং আন্দোলন- দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটা স্ববিরোধিতা। কেউ বলছেন, ‘পিআর চাই’; ঠিক আছে, পিআর যদি চাইতেই হয় সেটা তো ডিসাইড করবে জনগণ।

“আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, হাজার দুই-তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল?”

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারুণ্যের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে বক্তব্য দিচ্ছিলেন সালাহউদ্দিন। ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে অর্পণ আলোক ফাউন্ডেশন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনারা নির্বাচনি ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি।”

‘সংকট সৃষ্টি’ না করার আহ্বান রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাব, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।

আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারব এবং গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণ করতে পারব।

“তাহলেই আমরা সফলকাম হব- একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণে।”

এনসিপি প্রসঙ্গ
সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে, যেকোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তোলে- ‘এজন্য সরকার দায়ী’। দায়ী কি, দায়ী না সেটা পরে বিবেচ্য; কিন্তু প্রথমে বলে সরকার দায়ী- যেহেতু দায়িত্বে সরকার।

“এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের( এনসিপি) সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসেবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারতো; যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে, হবে।”

জামায়াতে ইসলামী, এতো আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসুন’

সালাহউদ্দিন আহমদ বলেন, “কালকে কয়েকটা সমাবেশ হয়েছে বিভিন্ন বিভাগ পর্যায়ে। একটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম… কোথাও বলছে, বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে, নাকি জনগণ ঠিক করবে। কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না।

‘‘আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে- সরকারি দল হবেন; তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি…আরও একটু কিছুদিন পরে বলব।”

প্রশ্ন রেখে তিনি বলেন, “কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপৎ সঙ্গী হিসেবে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে; আমি নাম নিলে তো আবার অসুবিধা… ২০২৪ সালে ৭ জানুয়ারি ‘আমি-ডামি’ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন।

“তারা যদি যুগপৎ এর সঙ্গী হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা ২৮ টা দল ‘আমি-ডামি’ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সঙ্গী হলে যুগপৎ-এ তাদের কোনো পাপ নাই; এই নীতি সঠিক নয়।

“আর যারা ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা ‘হাত পাকা’ দিয়ে বাতাস করেছে, তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপরে মহা আক্রমণ।”

সর্বশেষ