২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নেদারল্যান্ডস স্কোয়াডে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছর বয়সী ব্যাটার

আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। এবার বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে দলের বাইরে সাকিব জুলফিকার। তাদের জায়গায় দলে ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। এ ছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। 
অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্লাব ক্রিকেট ও সদ্য শেষ হওয়া ‘প্রো সিরিজ’-এ নজরকাড়া পারফরম্যান্স করেছেন ডি ল্যাং। সব মিলিয়ে দলে ডাক পাওয়া পুরোপুরি প্রাপ্য বলেই মনে করছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক বলেন, “দলে নতুন কোনো তরুণকে নেওয়া সবসময়ই রোমাঞ্চকর। সেড্রিক পুরো গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং সে সত্যিই এই সুযোগের দাবিদার। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ওকে মাঠে দেখার জন্য, আশা করি ওর সামনে দীর্ঘ ও সফল ক্যারিয়ার অপেক্ষা করছে

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট ও সিকান্দার। সর্বশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন ব্রাট। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেই ফেরার ডাক পেলেন তিনি।

২০১৯ সালের পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরলেন সিকান্দার জুলফিকার। এডওয়ার্ডস বলেন, “সেবাস্তিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সে ঘরোয়া পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছে। সিকান্দার আমাদের দলের জন্য আগেও গুরুত্বপূর্ণ ছিল। শেষদিকে এসে দ্রুত রান তুলতে ওর দক্ষতা অসাধারণ। ওকে আবার দলে পেয়ে ভালো লাগছে।”

নেদারল্যান্ডস এর আগে বাংলাদেশে কখনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। এবারই প্রথমবার তারা বাংলাদেশ সফরে আসছে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর—সিলেটে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডস দল সিলেটে তিন দিন অনুশীলন করবে।

এই সিরিজটি নেদারল্যান্ডসের জন্য ২০২৬ সালের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। অন্যদিকে, বাংলাদেশ দল এই সিরিজ দিয়ে প্রস্তুতি সারবে এশিয়া কাপের, যেটি শুরু হবে ৯ সেপ্টেম্বর।

সর্বশেষ