২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে।’

আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।’

দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।  আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রামের মধ্যদিয়ে যাচ্ছি। কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না। এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা ভাষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব। মানুষ এখন ভাষণ আর শোষণের সংস্কৃতি বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মিসইনফরমেশন এর জবাব দিতে হবে। নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। অপতথ্য এবং মিথ্যা অপপ্রচার দিয়ে কেউ যেন জনসাধারণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণ বন্ধুদের সোচ্চার থাকতে হবে।‘

সর্বশেষ