১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
সেখানকার আবহাওয়া প্রশাসন বলেছে, ভূমিকম্পে রাজধানী তাইপের অনেক ভবন কয়েক সেকেন্ড ধরে কেঁপেছে। আবহাওয়া দপ্তর বলেছে, বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ইয়িলান কাউন্টি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১২ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

তাইওয়ানের ফায়ার সার্ভিস বলেছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি
বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সব কারখানা তাইওয়ানের পশ্চিম উপকূলে। প্রতিষ্ঠানটি বলেছে, ভূমিকম্পের তীব্রতা তাদের কারখানার কর্মীদের সরিয়ে নেওয়ার মতো ছিল না।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

সর্বশেষ