২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আ. মান্নান

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আ. মান্নান। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে তিনি কর্মস্থলে যোগ দেন এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের সদ্য সাবেক একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে প্রকাশিত আরেকটি প্রজ্ঞাপনে, তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়। ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমা থেকে জেলা হিসেবে রূপান্তরিত হওয়ার পর এখন পর্যন্ত ২৫ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আ. মান্নান এই জেলার ২৬তম জেলা প্রশাসক হিসেবে আজ থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।

কক্সবাজারের প্রথম জেলা প্রশাসক ছিলেন কে. এইচ ফজলুর রহমান। পূর্ববর্তী জেলা প্রশাসকদের মধ্যে দুইজন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ছিলেন কক্সবাজারের অষ্টম জেলা প্রশাসক। তিনি ১৯৯৬ সালের ২৪ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যানুযায়ী, তৃতীয় জেলা প্রশাসক এম. এ কামাল সবচেয়ে দীর্ঘ সময় (৩ বছর ২ মাস ২৮ দিন) দায়িত্বে ছিলেন। অন্যদিকে, একাদশ জেলা প্রশাসক মোশারফ হোসাইন ভূঁইয়া ছিলেন সবচেয়ে কম সময়, মাত্র ৩ মাস ৮ দিন।

প্রশাসনিকভাবে শুরুতে কক্সবাজার ‘বি’ শ্রেণির জেলা ছিল। তবে পেকুয়া একটি পৃথক উপজেলা হিসেবে গঠিত হওয়ার পর জেলা হিসেবে ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়।

সর্বশেষ